October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকছেন সাকিব : জানালেন নিজেই

চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। এরপর গেল দিন দশেক বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে বড় ঝুঁকির শঙ্কায় খেলেননি সাকিব। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা।

 

 

 

 

ম্যাচের আগের দিন সোমবার মুম্বাইতে সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই জানালেন সবকিছু ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি।

 

নিজের ইনজুরি নিয়ে সাকিব বলেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’

 

 

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হারের বড় কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য তা নিয়ে কিছু বলতে চাননি, ‘যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে মন্তব্য না করাই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *