চট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনে ব্যাট হাতে নামেননি তামিম। দল থেকে জানানো হয়েছে, পেশিতে টান লাগায় তামিম বিশ্রামে রয়েছেন।তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ক্যারিয়ারের ১০ম শতক পূর্ণ করেন তামিম। সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তামিম ঘরের মাঠ। চট্টগ্রামের হাওয়া-বাতাস গায়ে লাগিয়েই হয়ে উঠেছেন ক্রিকেটার। এখানেই মঙ্গলবার (১৭ মে) হাঁকালেন দারুণ এক শতক।
দারুণ ব্যাট করছিলেন তামিম ইকবাল। ৩ সতীর্থ সাজঘরে ফিরলেও তিনি পথ হারাতে দেননি দলকে।
দল থেকে জানিয়েছে, ‘তামিমের ক্র্যাম্প করেছে। এখন বিশ্রামে রয়েছে। কেউ আউট হলে তো মাঠে নামার সুযোগ আছেই। এ মুহূর্তে ফিজিওর তত্ত্বাবধানে আছে। মেডিকেল টিম বিস্তারিত রিপোর্ট দেবে।’