আগামী ২০৩০ বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোর নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
প্রথমবারের মতো তিনটি মহাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সব মিলিয়ে ছয়টি দেশের মাঠে গড়াবে ফুটবলের সর্বোচ্চ আসর। যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক থাকবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। এছাড়া, একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
বুধবার এক বিবৃতিতে আগামী ২০৩০ বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোর নাম ঘোষণা করেছে ফিফা। ইউরোপের স্পেন ও পর্তুগাল, আফ্রিকার মরক্কো এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে ম্যাচগুলো।
বিশ্বকাপটির যৌথ আয়োজক হতে সম্মিলিতভাবে একমাত্র বিডটি করেছিল মরক্কো, স্পেন ও পর্তুগাল। সর্বসম্মতিক্রমে তাদেরকেই বেছে নিয়েছে ফিফা কাউন্সিল। বাছাইপর্বে খেলা ছাড়াই এই তিনটি দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।
শুধু তাই নয়। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্বকাপের একমাত্র প্রার্থী হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনের সম্মিলিত বিড। তারা ২০৩০ সালের আসরটি আয়োজন করবে। বাছাইপর্বের মহাদেশভিত্তিক বর্তমান বরাদ্দকৃত স্লট থেকে তারা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।