ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান।
ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন চার উইকেট।
নিজের ব্যক্তিগত কোটার নবম ওভারের দ্বিতীয় বলে মেহেদী মিরাজের দুর্দান্ত এক ক্যাচের সাহায্যে যখন রেহান আহমেদকে আউট করলেন, ততক্ষণে এক অনন্য নজিরও গড়ে ফেললেন সাকিব।
প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে শিকার করলেন ৩০০ টি উইকেট। আর বিশ্ব ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে পা রাখলেন ১৪তম বোলার হিসেবে।
এই ৩০০ উইকেট শিকার করতে সাকিব খেলেছেন ২২৭ ম্যাচ।
একইসঙ্গে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও লংকান অলরাউন্ডার সনাৎ জয়সুরিয়া।