পেস বোলিং কোচ নির্বাচনে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোর্টনি ওয়ালশ, ওটিস গিবসন ছেড়ে যাওয়ার পর এবার অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দিয়েছে বিসিবি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গের যোগ দিয়েছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত এই সাবেক প্রোটিয়া পেসার। এক দিনের অনুশীলন সেশনে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের সঙ্গে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি। তবুও যেটুকু সময় পেয়েছেন, নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন ডোনাল্ড।
বাংলাদেশ দলে পেস বোলার হিসেবে বেশ অভিজ্ঞ তাসকিন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৮ বছর পার করে ফেলেছেন। প্রথম দিনের অনুশীলনে তাসকিনের সঙ্গে বেসিক নিয়ে কথা বলেছেন ডোনাল্ড। সঙ্গে দক্ষিণ আফ্রিকায় কিভাবে বল করলে সফলতা পাওয়া যায় সে কৌশল শিখিয়েছেন তিনি।