বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এর মাঠে আজ অনুষ্ঠিত হয় রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। হোম অফ দ্যা রাইডার্স এ খুলনা টাইগার্সকে ব্যাটে বলে দাপট দেখিয়েছে রংপুর রাইডার্স।
রাকিবুল,শেখ মাহাদি,রিপন মন্ডলদের বোলিং একশনের সামনে দাড়াতেই পারেনি খুলনা টাইগার্সের ব্যাটাররা,৮৭ রানেই গুটিয়ে যায় খুলনার ব্যাটিং লাইন,ডাক হয়েছেন খুলনা টাইগার্সের ব্যাটসম্যাম তামিম ইকবাল খাস,সাব্বির রহমান। আজ ওপেনিং করেননি তামিম ইকবাল খান,নেমেছেন চার নাম্বারে।
আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলছে রংপুর রাইডার্স; প্রতিপক্ষ খুলনা টাইগার্স। টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ১৬ রান।
রাকিবুল হাসান নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নেন তিনে নামা মাহমুদুল হাসান জয় (২) ও তামিম ইকবালের (০) উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান গোল্ডেন ডাকের শিকার হন। রানের খাতা খুলতে পারেননি রনি তালুকদারও। তবে সিকান্দার রাজার ২৫ বলে ৩১ ও পারভেজ হোসেন ইমনের ১৫ বলে ২০ রানের দুই ইনিংস দলকে বিপদে পড়তে দেয়নি।দুজনই স্বেচ্ছায় ফেরেন সাজঘরে। নাঈম শেখ ১০ বলে করেন ১৬ রান। দারুণ তিনটি ক্যাচ নেওয়ার পাশাপাশি বল হাতে একটি উইকেট শিকার করা শামিম হোসেন পাটোয়ারি ২ বলে দুটি চার হাঁকিয়ে ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। রংপুর জয় পায় ১০.৩ ওভারে, ৭ উইকেটের বিনিময়ে।
বিপিএল
তামিম – সাব্বিরের ডাক,প্রস্তুতি ম্যাচে হার খুলনার!
- January 4, 2023
- 0 Comments
- Less than a minute
- 2 years ago