October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

তামিম-জিসানের দুর্দান্ত শুরু,এরপর ছন্দপতন

তাসমানিয়ার টিমের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতেই ম্যাচ।বাংলাদেশের দলগুলো এখন বেশ কিছু ভাগে বিভক্ত তার মধ্যে এইচপি টিমও একটি খন্ড।
৯ দলের ওই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আকবর আলীরা জিতেছে বড় ব্যাবধানে,আজ টসে হেরে শুরুতে ব্যাট করতে নামেন জিসান আর তানজিদ তামিম।
শুরুতেই দারুন এক পার্টনারশিপ গড়েন তারা,দুই ওপেনারই অর্ধশতক পার্টনারশিপ গড়েন পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই।২৩ বলে দারুন স্ট্রাইক রেটে ৩৮ রান করেন ওপেনার জিসান আলম।আর ধীরগতির ২৮ রান করে রান আউট হন তানজিদ হাসান তামিম।এই দুজন দুই বলেই ফিরে যান,ফলে রানের গতি কমে যায় বাংলাদেশের।
এরপর পারভেজ হোসেন ইমনকে সঙ্গ দিতে পারেননি অফিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব।৬ বলে ১০ রান করেই আউট হন তিনি।
ইমনের সাথে জুটি গড়েন আকবর আলী।তবে ১৭ বলে ২০ রানের ইনিংস খেলে ফেরেন এই উইকেট কিপার ব্যাটার।
এরপর শামীমের শেষ দিকের ১২ বলে ১৩ রানের ইনিংস আরো চাপে ফেলে দেয় বাংলাদেশকে,তবে ইমনের ২৯ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে ১৬৭ রানের টার্গেট দাড় করায় বাংলাদেশ এইচপি টিম।


এই টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারিয়ে বিপদে পরে তাসমানিয়া।তবে তাদের মিডল ওয়ার্ডারের দুই ব্যাটার মাত্র ৩৬ বলেই করেন ৫০ রানের পার্টনারশিপ, ফলে শেষদিকে ৬ ওভারে মাত্র ৫৬ রান প্রয়োজন ছিলো।যার কাছাকাছি চলে যায় তারা।শেষ তিন ওভারে যখন মাত্র ২৬ রান প্রয়োজন, তখন দুর্দান্ত এক ওভারে ম্যাচ হাতে নিয়ে আসেন রকিবুল।শেষ দুই ওভারে প্রয়োজন ছিলো ২৫! কিন্তু তখনি রিপন মন্ডলের খরুচে বোলিং আর ক্যাচ মিসের মহড়ায় হেরে যায় বাংলাদেশ। যেখানে শেষ ওভারেও প্রয়োজন ছিলো ১০ সেখানেও আরেক ক্যাচ মিস করেন পারভেজ হোসেন ইমন।ফলে এক জয়ের পর এক হার দেখলো তারা।
এই টুর্নামেন্টে
অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতার বিগ ব্যাশের দলগুলোর সঙ্গে খেলছে বাংলাদেশ এইচপি আর পাকিস্তান শাহীনস। আকবর আলির নেতৃত্বে লিগ পর্বে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলবে ভিন্ন-ভিন্ন দলের বিপক্ষে।
চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং তাসমানিয়ান টাইগার্স প্রথমবারের মতো বাংলাদেশ এইচপি দল খেলবে এই আসর।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে রাউন্ড রবিন পর্বে নয়টি দল ছয়টি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন পর্বে ২৭টি খেলা হবে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়া ত্যাগ করবে ১৯ আগস্ট। বাংলাদেশের আগামী ম্যাচ
১৪ আগস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *