ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। এখন প্রশ্ন তামিমের অনুপস্থিতিতে তার যায়গায় খেলবে কোন ওপেনার? লিটন দাস এক প্রান্তে থাকলেও, আরেক প্রান্ত নিয়ে সমস্যা দেখা দিয়েছে। যদিও, একাধিক অপশন রয়েছে। কিন্তু সবশেষে সুযোগ পাবেন কে? নাকি নতুন কেউ দলে আসবে?
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারতের ক্রিকেট দল এখন ঢাকার মাটিতে। আগামীকাল রোহিদ, রাহুলরা এসেছে বাংলাদেশে। আগামী ৪ ডিসেম্বর দুই দলের মধ্যেকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারনে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খান। পুরো ওয়ানডে সিরিজ নিয়ে রয়েছে তার অনিশ্চিয়তা। পাশাপাশি, তার ছিটকে যাওয়ায় দেখা দিয়েছে নতুন সমস্যা। দলে লিটন কুমার দাস অটো চয়েজ থাকলেও তার সঙ্গী হিসেবে কে হবেন ওপেনার তা নিয়ে আছে দোয়াসা। সেক্ষেত্রে স্কোয়াডে রয়েছে একাধিক অপশন, তবে কেউই নয় পরিপক্ক। ভারতের বিরুদ্ধে টাইগার স্কোয়াডে মোট ওপেনার আছে তামিম ছাড়া ৩ জন। লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত। তাই, এনামুল হক বিজয় অথবা নাজমুল হোসেন শান্তর মধ্যে যেকোনো একজন হতে পারেন ভরসা। নাজমুল হোসেন শান্ত এর আগে একাধিকবার ওপেনিং পজিশনে খেলেছেন। ঘরোয়া লীগেও নিয়মিত ওপেন করেন। তাছাড়াও, জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় এই পজিশনের ব্যাটসম্যান হিসেবেই। যদিও, এখন খেলেন ৩ নম্বর পজিশনে। তাকে ভাবা হয় ভবিষ্যতের আদর্শ তিন নম্বর ব্যাটসম্যান বলে। কিন্তু দলের প্রয়োজনে ওপেনও করতে পারেন। তাই ভারতের বিপক্ষে শান্তকে ওপেন করালে ভুল কিছু হবে না। অন্যদিকে এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে গত ওয়ানডে সিরিজে খেলেছেন ৩ নম্বর পজিশনে এবং ভালো পার্ফমও করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও, তিনি ঘরোয়া লীগে ও এরপূর্বেও জাতীয় দলে খেলেছিলেন ওপেনার হিসেবে। এমনকি, গেলো ডিপিএলে রানের ফুরসত ছুটিয়েছিলেন ওপেনিং পজিশনেই। তাই, লিটনের সঙ্গী হতে পারেন তিনিই। তাছাড়া, শান্তকে যেহেতু তিন নম্বরের জন্য চিন্তা করা হচ্ছে আবার সে একাদশ তেমন নিশ্চিতও না, তাই এনামুলই হতে পারেন শেষ ভরসা। তবে, টিম ম্যানেজমেন্ট যদি ডান হাতি ও বাম হাতি কম্বিনেশন খুজতে যায় তাহলে শান্ত লিটনই হতে পারেন ওপেনার। কিন্তু সেটা আপাতত সম্ভবনা কম। তাই, ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে লিটনের সাথে বিজয়ই নামতে পারেন মাঠে ওপেন করতে।