October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

তামিমকে বাদ দেওয়া হয়নি, বরং সে-ই খেলতে চায়নি – মাশরাফি

মঙ্গলবার রাতে বিশ্বকাপের দল ঘোষণার পর দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনার বিষয় তামিমের বিশ্বকাপ দলে না থাকা। পুরোপুরি ফিট নন বলে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের।

 

এ নিয়ে গুঞ্জন যেন থামছেই না। অনেকের মতে সাকিবের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কের কারণে তামিমকে নেওয়া হয়নি বিশ্বকাপে, আবার অনেক ভক্ত-সমর্থকরা মনে করেন বিসিবি পরিচালকরাই চাননি তামিম বিশ্বকাপ স্কোয়াডে থাকুক।

 

তবে এ নিয়ে বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি জানান, তামিমকে বাদ দেওয়া হয়নি, বরং তামিম থাকতে চাননি। তবে তামিম কেন থাকতে চাননি তার উত্তর জানা নেই খোদ ম্যাশেরও।

 

সাবেক অধিনায়ক বলেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে—তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধান অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’

 

নড়াইল এক্সপ্রেস’ আরো বলেছেন, ‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

 

মঙ্গলবার দিনভর নানান নাটকীয়তার মধ্যে ঘন্টা দুয়েকের জন্য বিসিবি কার্যালয়ে দেখা যায় মাশরাফিকে। তবে সেই বিষয়ে নির্বাচক আব্দর রাজ্জাক জানান, তিনি কি জন্য এসেছেন তা সম্পর্কে বোর্ড প্রেসিডেন্ট ছাড়া কেউই অবগত নন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *