দুর্দান্ত ঢাকার ক্যাপ্টেন হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আজ দলটির প্রথম অফিশিয়াল প্রাক্টিস শেষে সেই ইঙ্গিত দেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।
খালেদ মাহমুদ সুজন বলেন, ” ক্যাপ্টেন হিসেবে মোসাদ্দেককে ভাবা হচ্ছে,তাসকিন আছে,তার কথাও যে ভাবা হচ্ছে না এমননা,তবে অভিজ্ঞতার বিচারে অবশ্যই এগিয়ে আছে মোসাদ্দেক হোসেন সৈকত”
অর্থাৎ স্পষ্ট ভাবে সৈকতের কথা না জানালেও মোসাদ্দেকই যে হচ্ছেন তাসকিন শরিফুলদের ক্যাপ্টেন তা অনেকটাই নিশ্চিত।