October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

ঢাকায় এসেছেন শ্রীরাম!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাট এর টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শুরু ঢাকায় এসেছেন,শুক্রবার বিপিএল এর নবম আসরের উদ্বোধনী ম্যাচ এ তাকে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা গিয়েছে। নতুন করে টাইগারদের টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হচ্ছেন শ্রীরাম, নতুন করে টাইগারদের টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হচ্ছেন শ্রীরাম এরকমটাই শোনা যাচ্ছে। তবে শ্রীরাম প্রসঙ্গে আনুষ্ঠানিক কোন কিছু জানায়নি বিসিবি,আপাতত বিপিএল দেখতেই এসেছিলেন বলা যায়। শনিবার সকালেই আবার নিজ দেশ ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন শ্রীরাম। এরপর ২৫ জানুয়ারি আবারও ঢাকায় আসবেন তিনি।
শুক্রবার মিরপুরের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দেখা যায় শ্রীরামকে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই কোচের সাথে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টাইগারদের টি-টোয়েন্টির দায়িত্বে শ্রীরাম ফিরছেন, এটা এক প্রকার নিশ্চিত। গুঞ্জন রয়েছে, আবারও টাইগারদের কোচের দায়িত্বে ফিরতে পারেন চান্দিকা হাথুরুসিংহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *