নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে তিন ব্যাটারের ফিফটিতে রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। এরপর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এক মিচেল স্যান্টনারের সামনে মুখ থুবড়ে পড়ে ডাচরা। যার সুবাদে বাঁহাতি এই স্পিনারের ফাইফারে হেসেখেলে সহজেই জয় তুলে নিলো কিউইরা। সেই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল টম ল্যাথামের দল।
সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও অধিনায়ক টম লাথামের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ২২৩ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। এতে ৯৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা তুলনামূলক ভালোই করেছিল নেদারল্যান্ডস। নতুন বলে ট্রেন্ট বোল্ড-ম্যাট হেনরিদের সামলে ৩৬ বল স্থায়ী হয়েছিল ডাচদের উদ্বোধনী জুটি। তবে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ফিফটি হাঁকানো বিক্রমজিত এদিন মাত্র ১২ রান করেই বিদায় নেন। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান হেনরি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে গেছে তারা।
তিনশোর্ধ্ব রান তাড়ায় বড় জুটির যে প্রয়োজন ছিল, তা করতে ব্যর্থ হয়েছেন ডাচ ব্যাটাররা। মিডল ওভারগুলোতে স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। তারপরও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন কলিন অ্যাকারম্যান। এই অভিজ্ঞ ব্যাটার থেমেছেন ৭৩ বলে ৬৯ রান করে। তার ফেরারা পর খানিকটা সম্ভাবনা জাগিয়েছিলেন স্কট এডওয়ার্ডস। তবে অধিনায়ক ২৭ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ২২৩ রানে থেমেছে ডাচরা।
বল হাতে মিচেল স্ট্যান্টনার ১০ ওভারে ৫৯ রানে ৫ উইকেট শিকার করেছেন। ডানহাতি পেসার ম্যাট হেনরি পান ৩ উইকেট। এছাড়া একটি উইকেট শিকার করেন আরেক বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় নিউজিল্যান্ড। দলটির দুই ওপেনার কনওয়ে এবং ইয়ং ওপেনিং জুটিতে তুলেন ৬৭ রান। কিন্তু ব্যক্তিগত ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশদের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কনওয়ে।
এরপর ইয়ংকে সঙ্গী করে বড় জুটি গড়েন রাচিন রবীন্দ্রও। তবে দলীয় ১৪৪ রানের মাথায় বিদায় নেন একপ্রান্ত আগলে রাখা ইয়ং। ৮০ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তারপর ৩ চার ও ১ ছয়ে ৫১ বলে ৫১ রান করে দলীয় ১৮৫ রানে প্যাভিলিয়নে ফেরেন রবীন্দ্র।
মিডল অর্ডারে ড্যারেল মিচেল ৪৮ ও অধিনায়ক ল্যাথাম ৫৩ রান করে বিদায় নেন। কিন্তু শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৩২২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
বোলিংয়ে নেদারল্যান্ডসের হয়ে আরয়ান দত্ত, পল ভ্যান মেকেরিন ও রোলেফ ভ্যান ডার মারউই প্রত্যকে ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া বাস ডি লিট পান ১টি উইকেট।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।