সব আলোচনা সমালোচনার জবাব একটাই সেটা শতকের দিকে এগিয়ে যাওয়া সাথে টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করা প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান।
এর আগে তামিম ইকবাল এই মাইলফলকের দোরগোড়ায় ছিল তবে হাতের ইনজুরির কারণে শতক হাঁকানোর পরও তিনি রিটায়েট হার্ড হয়ে ফিরে গিয়েছিলো প্যাভিলিয়নে সে ক্ষেত্রে প্রথম রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
পেশিতে টান লাগায় তামিম বিশ্রামে ছিলেন।তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ক্যারিয়ারের ১০ম শতক পূর্ণ করেন তামিম। চট্টগ্রামের হাওয়া-বাতাস গায়ে লাগিয়েই হয়ে উঠেছেন ক্রিকেটার। এখানেই মঙ্গলবার (১৭ মে) হাঁকালেন দারুণ এক শতক। আর মাত্র ১৯ রান করলে পূর্ন হবে ৫০০০ রান। তবে সেটা দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসাবে।
এই টেস্টে সেই সুযোগ আর নেই লাঞ্চ বিরতির পর রাজিথার জোড়া শিকারে লিটনের ৮৮ এর পর তামিম ইকবাল ১৩৩ রানে সাজঘরে ফিরেছেন।
শুভকামনা স্পোর্টস টাইমস এর পক্ষ থেকে ” মুশফিক “