বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) টানা পাঁচ জয় পেলো মাশরাফির সিলেট স্টাইকার্স,মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি ঢাকা পর্বের প্রথম অংশেই জিতেছিল চারটি ম্যাচ। এবার চট্টগ্রামেও প্রথম ম্যাচেই জিতল মাশরাফি-মুশফিকদের অভিজ্ঞ সিলেট দল। তাতে আসরের প্রথম পাঁচ ম্যাচের সবগুলোই জিতে পরিষ্কার ব্যবধানে শীর্ষে সিলেট।
পাঁচ উইকেটে ঢাকা কে হারায় সিলেট স্টাইকার্স।
ঢাকার দেওয়া ১২৯ রানের লক্ষ্যে একেবারে সহজ জয় অবশ্য পায়নি সিলেট। সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেলা গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। আঁটসাঁট বোলিংয়ে সিলেটকে ভালোভাবেই চেপে ধরেছিলেন অধিনায়ক নাসির হোসেন ও তাসকিন আহমেদ। তবে শেষটায় থিসারা পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে সিলেট।