December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ফুটবল

টাকা নয়, জাতীয় দলে ফেরাই মুল লক্ষ্য রিচার্লিসনের

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন। এরপর খারাপ পারফর্মেঞ্চের দায় নিয়ে বাদ পড়েন দল থেকে। ক্লাবেও ততদিনে হয়ে পড়েন অনিয়মিত। অনেকেই তো বলে বসছিলেন, হারিয়ে গেছেন রিচার্লিসন। ততদিনে হয়ে গেছেন সবার ট্রলের পাত্র।

এরপর রিচার্লিসন নিজেকে প্রমাণ করেছেন। বাদ পড়ে বলেছেন ফিরবেন যোগ্য হয়ে, গত সিজনে ২৮ ম্যাচে ১১ গোল করে সেই যোগ্যতার প্রমাণ করেছেন। যার ফলে ডাক পেয়েছেন ব্রাজিলের মার্চের প্রস্ততি ম্যাচের দলে।

তবে এরপর দলে সুযোগ হয়নি আর। ইঞ্জুরি ও অন্যান্য কারণে কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্বের দলে সুযোগ পাননি৷ তবে ফেরার লড়াইটা যে তিনি ছাড়েননি, সেটাই জানালেন এবার। যে কারণে সৌদি প্রো লীগকে না বলে দিয়েছেন রিচার্লিসন। স্পার্সে থেকে করবেন জাতীয় দলে ফেরার প্রস্ততি

এর আগে টাকার লোভে সৌদিতে পারি জমানো ব্রাজিলিয়ান কম নয়। তবে অনেকেরই ক্যারিয়ার সেভাবে দীর্ঘস্থায়ী হয়নি৷ অনেকেই জাতীয় দলের উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানি রেখে টাকার লোভেই বেছে নিয়েছিলেন সে পথ। তবে এখানে ব্যাতিক্রম রিচার্লিসন। ভবিষ্যতে জাতীয় দলের ফেরার অনিশ্চয়তা থাকলেও ফিরিয়ে দেন টাকা।

এর আগে রিচার্লিসনকে প্রস্তাব দেয় দুই সৌদি জায়ান্ট ক্লাব আল হিলাল ও আল আহলি। তবে তারকাবহুল আল হিলাল হোক বা আল আহলির মোটা অঙ্কের বেতন, দুটিই ফিরিয়ে দেন রিচার্লিসন। এমনকি তরূন প্রতিভাবান ইভান টনি বা ওসিমানরা এই দুই ক্লাবে যেতে রাজি হলেও ব্যাতিক্রম রিচার্লিসন।

এই মুহুর্তে রিচার্লিসন জানিয়েছেন তার ভাবনায় ২০২৬ বিশ্বকাপ। যেকোন মুল্যে এর আগে ফিরতে চান রিচার্লিসন। এর জন্য প্রস্ততিও শুরু করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার করেছেন রিচার্লিসন। আর সেখানে তিনি বলেন “ টাকা অনেক বড় জিনিস, তবে স্বপ্নের থেকে বড় নয় “।

জাতীয় দলে ফেরাটা সহজ হবেনা রিচার্লিসনের। তরুণ এন্ড্রিক দলে আছেন, দলে ডাক পেয়েছেন পেদ্রোরা। এছাড়া জেসুস, লিওনার্দোরাও আছেন দলের আশেপাশে। তবে জাতীয় দলের প্রতি যে নিবেদন দিয়েছেন রিচার্লিসন, যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতেই তিনি ফিরে আসবেন, এটাই প্রত্যাশা কোটি ব্রাজিল ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *