আগে থেকেই শঙ্কা ছিলো বৃষ্টির বাধার মুখে পড়তে পারে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। বৃষ্টির বাগড়ায় আপাতত বন্ধ বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ।
গোয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে টাইগাররা মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। ইতোমধ্যে ৩০ ওভার ব্যাট করে ৫ উইকেট ১৫৩ রান করে টাইগাররা।
বাংলাদেশ দল ৩০তম ওভারের শেষ বল মোকাবিলা করতেই নামে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে আপাতত বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি বন্ধ রয়েছে। বৃষ্টির আগে ৫ উইকেট ১৫৩ রান তুলেছে বাংলাদেশ। অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ ৬০(৭৩) ও তাওহিদ হৃদয় ৫(১২)।
আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সোমবার ইংলিশদের বিপক্ষে টস জিতে ভালো শুরুর আভাস দিলেও দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই লিটন দাসকে হারায় টাইগাররা। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তও ফিরে যান মাত্র ২ রান করে। তবে মিরাজকে নিয়ে দলের হাল ধরেন তানজিদ তামিম। তবে ৫২ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪৫ রানে আউট হন তামিম।
তামিমের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মেহেদী মিরাজ এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে আদেল রশিদের গুগলিতে বোল্ড হয়ে আউট হন মুশফিক। মুশফিকের ৮(১৫) পর সাজঘরে ফিরেন মাহমুদউল্লাহও ১৮(২১)।
এর আগে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ইনজুরির জন্য সে ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
আগামী ৭ই অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূলপর্ব শুরু করবে টাইগাররা।