জিম্বাবুয়েতে অনুষ্ঠিত টি-টেন লিগে খেলবেন তাসকিন মুশফিক,তাসকিন খেলবেন বুলাওয়ে ব্রেভসের আর মুশফিক খেলবেন জোবার্গ লায়নসে।
মুশফিকের আগে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন তাসকিন। ২০ জুলাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭ ঘটিকার পরে আসরটির
প্রথম ম্যাচ মাঠে গড়াবে আর ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে ২৯ জুলাই।