বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পরবর্তী মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া কোন ক্লাবের হয়ে খেলবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা.
২০২২ সালের আগস্টে জামালের পুরনো দল সাইফ স্পোর্টিং ক্লাব বিপিএল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে পরবর্তী মৌসুম শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেন তিনি।
তবে এবারের দলবদলের মৌসুমে জামাল ভূঁইয়ার দলবদল নিয়ে তৈরি হয়ে ধোঁয়াশা।কেননা কিছুদিন আগে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দি মায়ো জামাল ভূঁইয়াকে দলে নেওয়ার প্রচেষ্টা চালায়।
সেই সময়ে জামাল ভূঁইয়া আগ্রহী থাকলেও তার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র তখন তাকে ছাড়পত্র দেয়নি।এদিকে বুধবার আর্জেন্টিনার সেই ক্লাব নিজেদের ফেসবুকে জামালকে অভ্যর্থনা জানিয়ে ছবি পোস্ট করে।পরে অবশ্য সেই পোস্ট আবার ডিলিটও করে দেয় তারা।
জামালের বর্তমান ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।ক্লাবটির এক কর্মকর্তা জানান, গত মৌসুমের মাঝপথে সবাই ভেবে নিয়েছিল জামাল আর্জেন্টিনায় পাড়ি জমাবে,কিন্তু সে যায়নি।তাই এই বিষয়ে কোন মন্তব্য করবো না।আগামীকাল দুপুরে ক্লাবের পক্ষ থেকে জামালের বিষয়ে বিবৃতি দেওয়া হবে।
জামাল ভূইয়াকে দলে বেড়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমতি লাগলেও সে ব্যাপারে সোল দি মায়োর কাছ থেকে এখনো কোনো আবেদন পায়নি বাফুফে।
এদিকে নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্টের মাধ্যমে জামাল ভূঁইয়া জানিয়েছেন, তিনি পরিবারের সঙ্গে ইউরোপের সময় কাটাচ্ছেন এবং তিনি এখনও কোনো চুক্তিতে সই করেনি।