December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ

জাতীয় দলের বাইরে জাতীয় দলের প্রস্তুতি আলামিনের।

পেস বোলারা ইনজুরিতে পরবে এটাই স্বাভাবিক, তবে সেটা নিয়মিত হলে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার মূর্তিমান সমরাজ্য হয়ে যেত পারে। যেখানে সে নিজেই নিজেকে দেখবে আর পুরনো স্মৃতি গুলো ঘাটবে। সাবকন্টিনেন্টে এসে তা আরো অনেক বেশি হয়ে যায়, যার জন্য ভীষন ভাবে দায়ী আবহওয়া। তবে আবহওয়ার দায় দিয়ে কি ক্রিকেট খেলা যায়? নাহ! সব কিছু মানিয়ে নিয়ে খেলতে হবে এটাই নিয়ম।

আলামিন, একসময় জাতীয় দলের নিয়মিত মুখ, কালের পরিক্রোমায়  কি হারিয়ে যাচ্ছেন তিনি! ২০২০ সালে সর্বশেষ যখন আন্তর্জাতিক ক্রিকেটে আলামিনকে যখন দেখা গিয়েছিলো সেটাই মুখ্যম সময় ছিলো জাতীয় দলে থিতু হওয়ার তবে তা হতে দেয় নি ইনজুরি। তবে নিজেকে হারিয়েও যেতে দেয়নি আলামিন। ডিপিএল সন্তোষজনক পারফর্ম  করে আছেন জাতীয় দলের রার্ডারে । বাংলা টাইগার্স  এর স্পেশাল ক্যাম্পে ডাক পেয়ে নিজেকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে চান ।এখানে স্থানীয় কোচ তালহা দারুন কাজ করছেন টাইগার পেস ডিপার্টমেন্ট নিয়ে । এছাড়া তিনি বলেন, জাতীয় দলে ঢোকার সময় বাইরে থেকেই প্রস্তুতি নিয়েছি তবে জাতীয় দলে ফেরার জন্য এখন বিসিবির ব্যবস্থাপনায় কাজ করতে সুবিধা হবে ।

“এ” দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন আলামিন সেটার জন্য প্রস্তুতি সারছেন তিনি তবে তার মতে জাতীয় দলের বাইরে জাতীয় দলের প্রস্তুতি নিয়েই সব সময় খেলেন।

#sadiksunny

#sportstimes

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *