চলছে আইপিএলের শেষ দিকের খেলা।আইপিএল শেষ হলেই শুরু হবে দ.আফ্রিকার সাথে সিরিজ।তার পরেই হবে বিশ্বকাপ। চরম ব্যস্ত ক্রিকেটাররা। ওদিকে বিসিসিআই গভির টেনশনে দ.আফ্রিকা সিরিজ নিয়ে যে ১৫ সদস্যের দলে কাকে রেখে কাকে বাদ দিবে।
আবার বিশ্বকাপের আগে রহিত কোহেলি কেউ তাদের ধারাবাহিক খেলাটা খেলতে পারছে না।আবার আইপিএল শেষ হলেই শুরু হবে রঞ্জি ট্রফির বাকি ম্যাচ গুলো
ব্যক্তিগত কারণে এবছর রঞ্জি ট্রফির গ্রুপ লিগের ম্যাচগুলি থেকে সরে দাঁড়িয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তবে নক-আউটে ঋদ্ধিকে দলে পাচ্ছে বাংলা। কোয়ার্টার ফাইনালের আগে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ঋদ্ধিমান সাহা বাংলার রঞ্জি দলে ফিরলেন।
সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা করে বাংলা। ২২ জনের স্কোয়াডে ঋদ্ধিমান সাহা ছাড়াও নাম রয়েছে মহম্মদ শামির। যদিও বিসিসিআই ছাড়লে তবেই শামি বাংলার হয়ে মাঠে নামতে পারবেন।