বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে এক ওভার বাকি থাকতে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪১ ওভারে ২০৫ রানে অলআউট হয় ডাচরা।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলে দুই ডাচ ওপেনার। ম্যাক্স ওডোড আউট হন ব্যক্তিগত ৫ রানে। ৫০ রানে দুই উইকেট হারানোর পর বিক্রমজিৎ সিং ও ব্যাস ডিলিড মিলে ৭০ রানের জুটি গড়লে আশা দেখতে থাকে নেদারল্যান্ডস। তবে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে দলীয় ১২০ রানে বিক্রমজিৎ ৫২(৬৭) আউট হওয়ার পর আর কোন ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেননি। যদিও ডি লিড একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন তবে তা পর্যাপ্ত ছিলো না। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে ডি লিডের ব্যাট থেকেই। শেষ পর্যন্ত ৪১ ওভারে ২০৫ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।
পাকিস্তানের পক্ষে হ্যারিস রউফ তিনটি ও হাসান আলী দুটি উইকেট লাভ করেন।
এর আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই বিপদে পড়ে। দলীয় ৩৮ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার ফেরেন সাজঘরে। ফখর জামান,ইমাম-উল-হক,বাবর আজমরা ব্যাট হাতে এদিন সবাই ব্যর্থ। তবে এরপর মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিলের ১২০ রানের দুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দুজনের ব্যাট থেকেই আসে ৬৮ করে রান। দলীয় ১৮২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন রিজওয়ান।
শেষের দিকে মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের ৬৪ রানের জুটির উপর ভর করে পাকিস্তান শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে ২৮৬ রানে অলআউট হয়। শাদাব খান করেন ৩২ রান। আর মোহাম্মদ নওয়াজের ব্যাট থেকে আসে ৩৯।
নেদারল্যান্ডসের পক্ষে ব্যাস ডিলিড একাই চারটি উইকেট লাভ করেন।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।