December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

জন্মদিনে পিতা হলেন শান্ত…..!!

সন্তানের পিতা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। শুক্রবার শান্ত-রত্না দম্পতির কোলে এসেছে এক পুত্র সন্তান।

নিজের অফিসিয়েল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন শান্ত। সন্তান জন্ম হওয়ার সুখবর জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। এছাড়া মা ও বাচ্চা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়।

২৫শে আগস্ট শান্তর জন্মদিন।১৯৯৮ সালের ২৫শে আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।কাকতালীয়ভাবে তার সন্তানের জন্মও হলো ২৫শে আগস্ট।

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর বাকি পড়াশোনা শেষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *