এই মাসের ১৫ মে থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের পেস বোলিং ইউনিটে হানা দিয়েছে চোট। তবে তরুণ পেসার শরিফুল ইসলামকে পাওয়া যাবে সিরিজের প্রথম ম্যাচ থেকেই।
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি শরিফুল। প্রথম টেস্টের দলে থাকলেও ছিলেন না একাদশে। দ্বিতীয় টেস্টের আগে ছিটকেই পড়েন। এরপর দেশে এসে শুরু করেন পুনর্বাসন কার্যক্রম।
যদিও চোট নিয়েই শরিফুলকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে দেখা গেছে। আবার শোনা যাচ্ছিল, চোট সারাতে শরিফুলকে দেশের বাইরে যেতে হতে পারে। তবে এবার জানা গেল, শরিফুল শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্টেই খেলতে পারবেন।
আপাতত শরিফুলের কোনো অস্ত্রোপচার বা চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ লাগছে না জানিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘প্রথম টেস্ট থেকেই তাকে পাওয়া যাবে। এখন কোনো অস্ত্রোপচার লাগছে না। যেহেতু তাসকিন দলে নেই, শরিফুলকে পাওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি।’
এর আগে শরিফুলকে নিয়েই ঘোষণা করা হয় প্রথম টেস্টের স্কোয়াড। সেখানে জানানো হয়েছিল, শরিফুলের থাকা না থাকা নির্ভর করছে ফিটনেসের ওপর।
সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্ট থেকে মাঠে ফিরবেন শরিফুল ইসলাম।