চোটে আক্রান্ত খেলোয়াড়কে নিয়েই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা। ২৬শে সেপ্টেম্বর আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল প্রকাশ করেছে লংকান ক্রিকেট বোর্ড।
লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া হাসারাঙ্গা বিশ্বকাপের বেশিরভাগ অংশেই খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিকেল বিভাগের চেয়ারম্যান। লংকানদের বিশ্বকাপ দলে তাই নেই তিনি।
তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এশিয়া কাপের ফাইনাল না খেলা মাহিশ থিকশানা রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ দলে জায়গা হয়নি বিনোরা ফার্নান্দো, প্রমোদ মদুশান ও দুশান হেমন্তর।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারবিক্রমা, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, দুশান হেমন্থ, দিলশান মধুশানকা, মাহিশ থিকশানা, মাহিশ পাথিরানা এবং লাহিরু কুমারা।
আগামী ৭ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কা