আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে বিশ্ব ক্রিকেটের তম আসর।এই আসরে বাংলাদেশ সহ অংশ নেবে মোট দশটি দেশ।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু করার আশা জাগিয়েছে।তার ওপর চেনা কন্ডিশনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ তাই প্রত্যাশা একটু বেশিই।
বৃহস্পতিবার আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের লক্ষ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তরুন ওপেনার তানজিদ হাসান তামিম।তিনি বলেন, সবার মধ্যে একটিই স্বপ্ন, ‘তা হলো বিশ্বকাপ জেতা।আমরা এশিয়া কাপ বা যে সিরিজই খেলিনা কেন ব্যাক অফ দা মাইন্ডে শুধুই বিশ্বকাপ।এই একটা বিষয়ই মাথায় কাজ করছে।আমরা চেষ্টা করবো। কপালে থাকলে হয়ে যাবে।’
প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া তামিম জুনিয়র বলেন,’ জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।তাও এশিয়া কাপের মতো বড় মঞ্চে।সিনিয়রদের সঙ্গে আগেও আমার খেলা হয়েছে। এখন খুব উপভোগ করছি।’
সিনিয়র তামিম(তামিম ইকবাল) কে নিয়ে বলেন, ‘উনি সবার জন্য আদর্শ।উনাকে দেখে ছোট থেকে বড় হয়েছি।নিজের সেরাটা দিয়ে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করবো।’
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বিসিবির ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন তামিম।সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ইমার্জিং এশিয়া কাপে দারুন পারফর্ম করেন তিনি।
২০২০ এ বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।