এবারের আইপিএলে হচ্ছে রান বন্যা,২৫০ এর বেশি রানও দেখা মিলেছে কয়েকবার।গতকালতো ৩০০ ছুই ছুই স্কোর করেছে হায়দ্রাবাদ। তবে এতো রান আর চার ছয়ের মধ্যেও বাংলাদেশের দর্শকদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের জার্সিতে খেলা।ধনি ক্যাপ্টেন না হলেও উইকেটের পেছন থেকে দারুনভাবে গাইড করেন ফিজকে।তাতে বেশ কিছু ম্যাচেই হয়েছেন চেন্নাইয়ের জয়ের চাবিকাঠি।
অথচ শ্রীলঙ্কা সিরিজেই অফফর্মে কাটানো ফিজকে এবার জিম্বাবুয়ে সিরিজে চায় বিসিবি। তাই আইপিএল ছেড়ে চলে আসবেন ফিজ।তবে ভিন্ন ভাবনা আকরাম খানের। বিসিবির এই পরিচালক বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম কারণ ও গত এক বছর ধরে পারফরম নিয়ে সংগ্রাম করছিল কিন্তু এখন আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্সটা ভালো দিকে যাচ্ছে, একদম যে ভালো হচ্ছে তা না। আর যেহেতু ও দীর্ঘ ফরম্যাটে খেলেনা তো আমার মনে হয় যে ও যদি আইপিএলে এইরকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে অনেক বেশি বেনিফিটেড হবে বাংলাদেশ। তো এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড তারপরও পুরো ব্যাপারটা হচ্ছে টিম স্টাফ ও যারা জাতীয় দলের সিলেক্টররা চিন্তা ভাবনা করবে। কিন্তু সে যে ভালো করছে, এটা বাংলাদেশের জন্য ভালো।’
এর আগে বিসিবি মুস্তাফিজকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছিল। সেই ছুটি আরো এক দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করা হয়েছে। অর্থাত্ চেন্নাইয়ের হয়ে অতিরিক্ত আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে ফিজ। তবে এরপর তাকে দেশে ফিরেই ব্যস্ত হতে হবে কেননা ৩ মে থেকেই টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
তবে এই সিরিজে খেলার থেকে মুস্তাফিজ আইপিএলে থাকলে বাংলাদেশই বেশি লাভবান হবে বলে মনে করেন আকরাম খান। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘মুস্তাফিজ যে ধরনের খেলোয়াড় তাকে যদি আপনি ব্যবহার করতে জানেন তাহলে শতভাগ লাভবান হবেন। সত্যি কথা বলতে, সে চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে, ব্যক্তিগতভাবে লাভবান হবে, যে আপনার ধোনির দল করছে। ও কলকাতার বিপক্ষে যেভাবে বল করেছে যেভাবে পরিকল্পনা করেছে। তো আমার মনে হয় কি ও চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে ব্যক্তিগত ভাবে তত লাভবান হবেন তার সঙ্গে সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কারণ, জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে সেখানে খেললে অনেক কিছু শিখতে পারবে। ড্রেসিংরুমের ব্যাপার আছে, বড় খেলোয়াড়দের সঙ্গে খেলবে। সেখানকার মান ভালো, বিভিন্ন উইকেট, বিভিন্ন মানের খেলোয়াড়ের সঙ্গে খেলবে। তো আমার মনে হয়, ওর সুযোগ পাওয়া উচিত।’
দেশের অধিকাংশ মানুষই হয়তো আকরাম খানের সাথে একমত হবেন,তবে একমত নন বিসিবির ম্যানেজমেন্ট। কারন জিম্বাবুয়ে সিরিজ খেলে ফিজকে বিশ্রামে রাখতে চায় বিসিবি!