আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের পর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল আগেই।এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সময়সূচি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির।সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়।
আগামী ২১,২৩ ও ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ।
আসন্ন এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট।বাংলাদেশ যদি এশিয়া কাপের গ্রুপ পর্ব উতরে পরের রাউন্ডে যেতে পারে,তাহলে নিউজিল্যান্ড সিরিজের আগে বিশ্রামের জো নেই টাইগারদের।আর বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে তাহলে সেখান থেকে ফিরে এসেই মাঠে নামতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।১৭ই সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে শেষ করে পরদিনই বিশ্বকাপের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের।
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।