December 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
Uncategorized

চুমু কান্ডে শাস্তি পেলেন রুবিয়ালেস

মেয়েদের বিশ্বকাপ ফাইনাল শেষে ফুটবলারকে চুমু দেওয়ার ঘটনায় র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ফিফা।

এক বিবৃতির মাধ্যমে শনিবার বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

৯০ দিনের এই নিষেধাজ্ঞার সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল-সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন স্পেনের ফুটবল প্রধান।

ফিফা জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি রুবিয়ালেস, আরএফইএফ ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে অবহিত করেছে তারা।

ফিফার বিবৃতিতে আরো বলা হয়েছে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে রুবিয়ালেস ও আরএফইএফকে জেনিফার এরমোসো অথবা তার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করতে বলা হয়েছে।

নারী বিশ্বকাপ ফাইনালে গত রবিবার ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্পেনের মেয়েরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার সময়ে ওই বিতর্কিত ঘটনার জন্ম দেন রুবিয়ালেস। সেখানে স্পেন দলের সব ফুটবলারকেই তিনি আলিঙ্গন করেন, গালে ও কপালে চুমু এঁকে দেন অনেকের। তবে এরমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন ৪৫ বছর বয়সী রুবিয়ালেস।

প্রবল সমালোচনার মুখে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন রুবিয়ালেস। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *