October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশন শেষ : তিনশো রানের লিড বাংলাদেশের

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ২০৫ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। অনেকেই ধারণা করেছিলেন, চতুর্থ দিনে লিডটাকে নিউজিল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে টাইগার ব্যাটাররা। তবে ঘটেছে তার উল্টো, প্রথম সেশনে ৯৬ রান করতে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। তারপরও মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩০১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ (৩২)*।

 

১০৪ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে টাইগার অধিনায়ক এদিন করতে পেরেছেন মোটে আর এক রান। ১০৫ রান এসেছে শান্তর ব্যাট থেকে। তাকে ফিরিয়ে কিউইদের এদিন প্রথম সাফল্য এনে দেন টিম সাউদি।

 

অপরপ্রান্তে দারুণ খেছিলেন মুশফিকুর রহিম। গতকাল ৪৩ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটার শুরুতেই পেয়েছেন ফিফটির দেখা। এজাজ প্যাটেলের বলে ব্যাটের বাইরের কানায় লেগে চার মারার পর টিম সাউদির বলেও কানায় লেগে নেন ২ রান। এতেই পূর্ণ হয় তার ২৭তম ফিফটি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন শাহাদত হোসেন দিপু। তবে তরুণ এই ব্যাটার ১৮ রানের বেশি করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা রাঙাতে পারলেন না তিনি। টাইগার ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন কিউই স্পিনাররা।

 

দিপু ফেরার পর ফিরেছেন মুশফিকও। এজাজ প্যাটেলের আর্ম বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মুশফিক। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৬৭ রান। সুযোগ কাজে লাগাতে পারেননি নুরুল হাসান সোহান। ইনিংসের শুরু থেকে নড়বড়ে ছিলেন তিনি। গ্লেন ফিলিপসের উপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট কিপার এই ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *