বিপিএল এর নবম আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় আজ দুপুর দুইটায়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্টাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হয় এবারের বিপিএল। লো স্কোরিং ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স পেয়েছে ৮ উইকেটের রোমাঞ্চকর জয়। দাপট দেখিয়ে ওপেনার শান্ত অপরাজিত থাকেন ৪৩ রানে।
রাজা, আমিরদের তোপের সামনে পড়ে চট্টগ্রামের অসহায় আত্মসমর্পণ। ব্যাটারদের বাজে শটের মহড়া শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস থামে ৮৯ এ। তিন ব্যাটার ছাড়া কেউ পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে।
লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের ২য় বলেই বাউন্ডারি হাঁকান সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে আরেক ওপেনার কলিন অ্যাকারম্যান ১ রান করতেই উইকেট হারান। তরুণ মৃত্যুঞ্জয় চৌধুরী নিজের দ্বিতীয় ওভারে অ্যাকারম্যানকে ক্যাচ বানান উইকেটের পেছনে।
নাজমুল হোসেন শান্ত ৪১ বলে অপরাজিত থাকেন ৪৩ রানে। মুশফিকের ব্যাট থেকে আসে ৮ রান।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ২ টায় মাঠে গড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার উদ্বোধনী খেলা। টসে জিতে আগে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান সিলেট স্ট্রাইকার্স দলপতি মাশরাফি বিন মর্তুজা।
বিপিএল
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল শুরু মাশরাফি সিলেট স্টাইকার্সের!
- January 6, 2023
- 0 Comments
- Less than a minute
- 2 years ago