October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ফুটবল

ঘরের মাঠে সিটি-লিভারপুলের জয়, সমতায় শেষ লন্ডন ডার্বি

টানা দুই ম্যাচ হারের পর অবশেষে প্রিমিয়ার লীগে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে তারা ব্রাইটন ও হুব অ্যলবিয়নকে হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পুনরায় তালিকার শীর্ষে উঠলো সিটিজেনরা।

 

ইতিহাদ স্টেডিয়ামে এদিন শুরুতেই এগিয়ে যায় সিটি। ম্যাচের ৬ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ডুকোর বাড়ানো বলে ডি-বক্সের ভেতরে দারুণ ফিনিশিংয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ। আর ১৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শর্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

 

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটের সময় আনসু ফাতি গোল করলে কিছুটা আশা দেখে ব্রাইটন। তবে এরপর আর কোনো দল গোল করতে না পারলে ২-১ ব্যবধানে জয় পায় সিটি। তবে যোগ করা সময়ে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সিটি ডিফেন্ডার আকেন্জি।

 

অন্য ম্যাচে লন্ডন ডার্বিতে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত কোনোরকম হার এড়ালো চেলসি।

 

স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পায় চেলসি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন পালমার। প্রথমার্ধে আর কোনোদলই গোলের দেখা পায়নি।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসির হয়ে ব্যবধান দ্বিগুন করেন মিখাইল মডরিখ। ৪৮ মিনিটে দারুন একগোল করেন তিনি। এর ৩ মিনিট পরই গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন পালমার। ম্যাচের ৭৭ মিনিটে চেলসি গোলকিপারের ভুলে এক গোল পরিশোধ করেন ডেক্লান রাইস। আর ৮৪ মিনিটে টোসার্ডের গোলে ২-২ এ সমতায় ফেরে গানাররা।

 

সিটির সমান ২১ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান করছে আর্সেনাল।

 

প্রিমিয়ার লীগের আরেক ম্যাচে এনফিল্ডে মো. সালাহর জোড়া গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *