আগামী ২৬ নভেম্বর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। এই লিগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে একমাত্র দল রংপুর রাইডার্স। সেই টুর্নামেন্টে এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশের ইয়ং স্টার পেসার তানজিম সাকিবকে। বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টে খেলার জন্য তানজিম সাকিবের সাথে সবধরনের চুক্তি সেরে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের দীপপুঞ্জের এই দেশটি। দেশের বিশ্বস্ত অনলাইন গণমাধ্যম ‘ক্রিকফ্রেঞ্জিকে’ বিষয়টি নিশ্চিত করেছে তানজিম সাকিব নিজেই।
আরও পড়ুনঃ- বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন
তবে সেই টুর্নামেন্টে এখনো সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ৷ সাকিবের খেলা না খেলা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্রর উপর। চোটের কারণে আফগানিস্তান সিরিজে নেই সাকিব। তবে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে থাকবেন সাকিব। যদিও সেখানে যদি-কিন্তুর হিসাব আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। সাকিব এখনো টেস্ট দলের অংশ না হওয়ার কারণে সমিকরণের মারপ্যাঁচে গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ অনেকটা বেড়ে যাচ্ছে।
গায়ানার এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ নভেম্বর এবং ফাইনাল হবে ৭ ডিসেম্বর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে যেখানে এই টুর্নামেন্ট শেষ করে টাইগার শিবিরে যোগ দেওয়ার একটি সুযোগ থাকছে সাকিবের। গায়ানা সরকারের প্রস্তাবনায় শুরু হচ্ছে এই নতুন টুর্নামেন্টটি। রংপুর রাইডার্স ছাড়াও এই টুর্নামেন্টে দেখা যাবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব, এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। সবকিছু ঠিক থাকলে সাকিবকে দেখা যেতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।