আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের দেশ গায়ানাতে শুরুতে হবে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দেশের শীর্ষ পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের গ্লোবাল সুপার লিগ। যথাক্রমে সেখানে জায়গা পেয়েছে বাংলাদেশের একমাত্র দল রংপুর রাইডার্স। এবার সে লিগে অংশগ্রহন করার জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতোমধ্যে দল ঘুচানো সেরে ফেলেছে রংপুর রাইডার্স। বিপিএলে রংপুর রাইডার্সে থাকা ক্রিকেটাররাই প্রাধান্য পেয়েছে গ্লোবাল সুপার সুপার লিগ খেলার জন্য। তবে দেশী ক্রিকেটারদের মধ্যে আরও বেশ কিছু প্লেয়ারকে দলে অন্তর্ভুক্ত করেছে রাইডার্স কর্তৃপক্ষ। বিপিএলে আগের আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান ও শেখ মাহেদী হাসানকে রিটেইন করেছিলো দলটি, সাথে সরাসরি চুক্তিতে বিপিএলে এবারের আসরে জন্য মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে ভিড়িয়েছিলো রংপুর।
আরও পড়ুনঃ- ভিসা জটিলতায় প্রথম ওয়ানডে খেলা নিয়ে শঙ্কায় নাসুম-রানা!
দলের সাথে এরা তিনজনই যাচ্ছে গায়ানার গ্লোবাল সুপার লিগ খেলার জন্য। এছাড়া বিপিএল ড্রাফট থেকে দলে ভেড়ানো সৌম্য সরকার ও সাইফ হাসানকেও পাচ্ছে এই লিগ খেলার জন্য। এর বাইরে লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন, বাঁহাতি স্পিনার আরাফাত সানি, ও কামরুল ইসলাম রাব্বিকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। ৯ দেশী ক্রিকেটার ছাড়াও ৪ বিদেশী ক্রিকেটারের সাথে চুক্তি সেরে ফেলেছে বসুন্ধরার এই দলটি।
চার বিদেশী ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড, যুক্তরাজ্যের টপ অর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেলকে দেখা যাবে রংপুরের জার্সিতে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্পিন অলরাউন্ডার হারমিত সিংকে ও যুক্তরাষ্ট্রের টপ অর্ডার ব্যাটার স্টিভেন টেইলরকেও দলে অন্তর্ভুক্ত করেছে রংপুর রাইডার্স। আগামী ২৬ নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্টি যেখানে তার পরদিন মাঠে নামবেন রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ- অধিনায়ক নুরুল হাসান (অধিনায়ক),সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড, ওয়েইন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল, হারমিত সিং, স্টিভেন টেইলর