দলবদলের এ মৌসুমেই ফরাসি ক্লাব পিএসজি থেকে লিওনেল মেসি পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে যাওয়ার পর প্রতি ম্যাচেই চমক দেখাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
মায়ামির জার্সি গায়ে ইতোমধ্যেই জিতেছেন লিগস কাপের শিরোপা। মায়ামির হয়ে আট ম্যাচ খেলে ফেললেও মেজর লিগে অভিষেক হতে মেসির অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ এক মাস। অবশেষে ফুরোলো সেই অপেক্ষার পালা। মায়ামির জার্সি গায়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে অভিষিক্ত হলেন ক্ষুদে এই জাদুকর।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অভিষেক হয়েছে মেসির। আর নিজের অভিষেকটা দুর্দান্ত এক গোল আর দলের জয় দিয়েই রাঙালেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
বুলসকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে লিগ শুরু করলো টাটা মার্টিনোর দল।