গতকাল কলম্বোয় লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে বিলাভ ক্যান্টিকে ৮৩ রানে হারিয়েছে গল টাইটানস।আর সেই জয়ে দারুন অবদান রেখেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।টস জিতে ব্যাট করতে নেমে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গল। তবে টিম সেইপার্টকে সঙ্গে নিয়ে সেই চাপ সামাল দেন সাকিব।
২১ বলে ৩০ করে সাকিব দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়লে ভাঙ্গে তাদের ৫২ বলে ৯৫ রানের জুটি। তবে সেইফার্টের অনবদ্য ৭৪ রানের উপর ভর করে ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে গল।১৮১ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে কেন্ডি।সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে মাত্র ৯৭ রান। বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়েছিলেন সাকিব।১০ রানের বিনিময়ে নেন ২ উইকেট।