লঙ্কান প্রিমিয়ার লিগের ২০তম ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে গল টাইটান্স।
এদিন দলের জয়ে ব্যাটে বলে অবদান রেখেছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে কলম্বো স্ট্রাইকার্সকে মাত্র ৭৪ রানে অলআউট করে গল।
পরে সেই রান খুব সহজেই টপকে যায় তারা।
যদিও লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই আউট হন গলের ওপেনার ভানুকা রাজাপাকসে।তিনে নেমে লিটন দাসও সুবিধা করতে পারেনি।ব্যক্তিগত ১ রানে নুয়ান্দো পেরেরার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি।তবে এরপর আর দলকে বিপদে পড়তে দেননি সাকিব ও ক্রুপসুল।তাদের দুজনের ৫৬ রানের জুটিতে সহজেই জয় পায় গল টাইটান্স।৪ চার ও ৩ ছয়ে ২৫ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন ক্রুপসুল।১৫ বলে ১৭ রান করেন সাকিব।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কলম্বো স্ট্রাইকার্স।বাবর আজম, ইফতেখাররা কেউই এদিন বড় ইনিংস খেলতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করে আসে লাহিরু উদানা ও নুয়ানিদো ফারনান্দোর ব্যাট থেকে।এছাড়া আর কেউই ক্রিজে থিতু হতে পারেননি।
গলের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন তাবারিজ সামছি।৩.৪ ওভার বল করে মাত্র ৮ রানে ১টি উইকেট লাভ করেন সাকিব।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে লীগ পর্ব শেষ করলো গল টাইটান্স।আগামী ১৭ই আগস্ট প্রথম কোয়ালিফায়ারে খেলবে ডাম্বুলা অউরার বিপক্ষে।