আগামীকাল ১৯ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচ।
ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন তো? সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান সাকিব। এখনও সেরে ওঠার প্রক্রিয়ার মাঝেই আছেন তিনি। ভারত ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে এখনও শঙ্কা আছে। ম্যাচের আগের দিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানিয়েছেন, ‘সে (সাকিব) গতকাল ব্যাটিং সেশন করেছে। রানিং বিটুইন দ্য উইকেটও করেছে। আজ আমরা তার একটি স্ক্যান করিয়েছি। আমরা অপেক্ষা করছি ফলাফলের জন্য। এই মুহূর্তে সে ঠিকঠাক আছে। আমরা বোলিংয়ের দিকটায় চেষ্টা চালাইনি। কাল সকালে আমরা আবার এসে তাকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’
হাথুরু আরও জানান, ‘সে যদি খেলার জন্য প্রস্তুত না থাকে তাহলে সে ম্যাচটা স্কিপ করতে পারে। তবে যদি সে প্রস্তুত থাকে তাহলে তার খেলার সম্ভাবনা আছে।’