চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে আসরের অংশগ্রহণকারী দশ দল চূড়ান্ত হয়ে গেছে।সুপার লীগের শীর্ষ আট দলের পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে এসেছে দুই দল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড।
বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর প্রাথমিক দল ঘোষনার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি।আগামী ২৯ আগস্টের মধ্যে দলগুলোকে তাদের প্রাথমিক দল ঘোষনা করতে হবে।প্রথমে এই সময়সীমা ২২ আগস্ট পর্যন্ত থাকলেও পরে তা এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
প্রাথমিক দল ঘোষনার এক মাসের মধ্যে প্রতিটি দল তাদের ইচ্ছানুযায়ী স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।সেইজন্য আইসিসি থেকে অনুমতি নেওয়ারও প্রয়োজন পড়বে না।
আগামী ৫ অক্টোবর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর।ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।
ভারতের ১০ টি স্টেডিয়ামে মোট ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপে।
ইতিমধ্যে ধর্মীয় অনুষ্ঠানের কারণে বিশ্বকাপের সূচিতে কিছু পরিবর্তন এনেছে আইসিসি।