বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের স্ত্রীদের ফেসবুক স্টাটাস ব্যাপক আলোচনা তৈরি৷ করে।বিভিন্ন সময়ে ক্রিকেটারদের নানন ইস্যু নিয়ে ক্রিকেটারদের স্ত্রীদেরকে স্টাটাস দিতে দেখা যায়।
গত ১১ই আগস্ট আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।যে দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের।
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।আর সেই আগুনে ঘি ঢালেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী।
মাহমুদউল্লাহ রিয়াদের দলে না থাকার ব্যাপারে প্রথমে নিজের ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মুশফিকের স্ত্রী জান্নাতুল মন্ডি।যেখানে তিনি অবিচার এখন ট্রেন্ড হয়ে গেছে বলে উল্লেখ করেন।
এর প্রায় দুই ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে নিয়ে এক আবেগঘন বার্তা দেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। যেখানে তিনি রিয়াদের দল থেকে বাদ পড়ার যৌক্তিক কারণ বিশ্লেষণের জন্য বিসিবির কাছে অনুরোধ জানান।
জাতীয় দলের ক্রিকেটারদের এমন স্টাটাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচক প্যানেলের বিরুদ্ধে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিসিবির এক কর্মকর্তা জানান,ক্রিকেটারদের স্ত্রী বা পরিবারের অন্যান্য সদস্যরা এ ধরনের স্টাটাস দিতে পারবেনা এমন শর্ত মেনে নিয়েই কেন্দ্রীয় চুক্তিতে সাক্ষর করানো হয়।তবে বারবার একই ধরনের ভুল যেহেতু হচ্ছে তাই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরকে সতর্ক করার পক্ষে বিসিবি।
জাতীয় দল,নির্বাচক প্যানেল,ক্রিকেটার বা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যায় এমন কোনো স্টাটাস দেওয়া নিষিদ্ধের ব্যাপারটি ক্রিকেটাররা মানলেও তাদের স্ত্রীরা মানছেন না।মুশফিক,রিয়াদের আগেও সাকিব বা লিটনের স্ত্রীরাও ফেসবুকে এই ধরনের আপত্তিকর পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছে।
নাম না প্রকাশে বিসিবির এক কর্মকর্তা জানান, যেহেতু এটি চুক্তির একটি অংশ তাই আপাতত ক্রিকেটারদেরকে মৌখিকভাবে হলেও এ ব্যাপারে সতর্ক করা হবে।