আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আর বাকি দেড় মাসের মতো।যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ তাই ক্রিকেটাররা ইতিমধ্যে তাদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে।এটি একটি সাধারণ প্রক্রিয়া হলেও দেশের ক্রিকেটে তা এখন আলোচনার তুঙ্গে।
কেননা এই প্রক্রিয়ার মাধ্যমে কিছুটা হলেও বোঝা যাচ্ছে কোন কোন ক্রিকেটার বিশ্বকাপের বিবেচনায় আছেন।
বিসিবি থেকে জানানো হয়েছে ২৫ জন ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে।
এর মধ্যে ১৭ জন ইতিমধ্যে এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন। বিশ্বকাপের জন্য এই ১৭ জন তো থাকছেন,পাশাপাশি আরো ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে ব্যাকআপ স্কোয়াড হিসেবে।
ইতিমধ্যে ভারতীয় ভিসার জন্য আবেদন করা শুরু করেছে টাইগাররা।
সোমবার সবার আগে ভিসার জন্য আবেদন করেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। এরপর একে একে তানজিদ তামিম,মুশফিকুর রহিম,শেখ মাহেদী,নাসুম আহমেদরা আবেদন করেছেন ভারতীয় ভিসার জন্য।
এই তালিকায় চমক হিসেবে রয়েছেন সৌম্য সরকারও।তবে বর্তমান সময়ে দেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এখোনো তার ভিসা প্রক্রিয়া শুরু করেননি।
তবে কি বিশ্বকাপ ভাবনায় নেই রিয়াদ?
একটি সূত্র মারফত জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে এদিন ভিসার আবেদন প্রক্রিয়ায় উপস্থিত হতে পারেননি রিয়াদ।
অন্যদিকে তামিম ইকবালের ভারতীয় ভিসার মেয়াদ থাকার কারণে তাকে আর নতুন করে আবেদন করা লাগছে না।এছাড়া বিশ্বকাপের রাডারে থাকা বাকি প্রায় সব ক্রিকেটারই এদিন ভিসা প্রক্রিয়া শুরু করেছেন।