প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান নিয়েছিলো এরিক টেন হ্যাগ এর ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ঘরের মাঠে লিভারপুলের সাথে ২-১ গোলে জিতে চলমান সব সমালোচনা ধামাচাপা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।বাংলাদেশ সময় আজ বিকাল ৫ঃ৩০ মিনিটে প্রিমিয়ার লীগে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। টেন হেগ বাহিনীকে আতিথ্য দেয় সাউদাম্পটন।
পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টেন হ্যাগের শীষ্যরা। রিয়াল মাদ্রিদ হতে রেকর্ড ৭৩ মিলিয়নে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয় ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ক্যাসেমিরো কে মাঠে নামিয়ে সংবর্ধনা দেওয়া হলেও ওদিন একাদশে ছিলেন না তিনি।সাউদাম্পটনের বিপক্ষেই রেড ডেভিলদের হয়ে অভিষেক হলো এই ব্রাজিলিয়ানের।
৮০ মিনিটে এলেঙ্গার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। অন্য দিকে এই জয়ের মাধ্যমে টোটাল ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট-টেবিলে ৬ ষ্ঠ অবস্থানে ওঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।সমান ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্হানে রয়েছে ম্যান সিটি,লিডস ইউনাইটেড, টট্যানহাম এবং ব্রাইটন। প্রিমিয়ার লীগের অপর দুই জায়ান্ট চেলসি এবং লিভারপুল নেই শীর্ষ দশের মধ্যে। লিভারপুল রয়েছে ১৬ তম অবস্থানে এবং টমাস টুখেলের চেলসি রয়েছে দ্বাদশ পজিশনে।