বাংলাদেশ এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চার দিনের টেস্ট ম্যাচের প্রথম টেস্টের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ ।
সেন্ট লুসিয়ার ডেরেন সামি স্টেডিয়ামে শুরুটা বেশ বাজেই হয় বাংলাদেশের ।আগে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে করেছে ১৩৫ রান তাও সেটা ৬ উইকেটের বিনিময়ে । নতুন বল সামলাতে না পেরে ব্যক্তিগত ০ এবং দলীয় ৬ রানে মাহামুদুল হাসান জয় মারকুইনো মিন্দলের বলে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন। পরবর্তিতে সাইফ হাসান ও সাদমান ইসলাম গড়েন ২০ রানের জুটি, ৪ বাউন্ডারিতে করা ২০ রানের পুরোটাই আসে সাইফের ব্যাট থেকে । আশা দেখালেও সেই মিন্ডলের বলে বোকা বনে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন সাইফ। পরবর্তী ওভারে মিন্ডলে আবারো শিকার করেন ফজলে রাব্বিকে ।
ফেরার আগে নামের পাশে ডাক কাটাতে করেন ১ রান।
ডুবতে থাকা দলকে আরো ডুবিয়েছে সাদমান। ৪৬ বলে ১৭ রান করা সাদমান যখন আউট হন দলীয় সংগ্রহ তখন ৫৪ রানে ৪। দলীয় ৬৬ রানে জাকির হাসান কে হারিয়ে চাপটা আরো বেড়ে যায় । এই আসা যাওয়ার মিছিলে ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছেন মিঠুন । মিঠুনের ৭৯ বলে ৪২ এবং নাঈমের ২৩ এই দুই আপরাজিত ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ ১৩৫/৬
জিম্বাবুয়ের পক্ষে মিন্ডলে ৩ টি ও জাস্টিন নেন ২ টি করে উইকেট