টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় সাড়ে সাত মাস বাকি। এর আগেই বৃহস্পতিবার রাতে হয়ে গেল ২০২৪ কোপা আমেরিকার ড্র। ড্রয়ে ভিন্ন ভিন্ন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
‘এ’ গ্রুপে আর্জেন্টিনা সঙ্গী হিসেবে পেয়েছে পেরু, চিলি ও প্লে-অফ পেরিয়ে আসা কানাডা অথবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে।
ব্রাজিল আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও জ্যামাইকা। ‘বি’ গ্রুপে পড়েছে মেক্সিকো, একুয়েদর, ভেনেজুয়েলা ও প্লে-অফ পেরয়ে আসা কোস্টারিকা অথবা হন্ডুরাস। আর ‘সি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে আছে উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।
সাম্প্রতিক ফুটবল ইহিতাসের অন্যতম স্বরণীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৪ কোপা আমেরিকা। এবারের বিশেষ এই আসরে কনমেবলের দলগুলোর সাথে অংশ নিচ্ছে কনকাকাফের বেশ কয়েকটি দল। আগামী ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই পর্দা নামবে এবারের আসরের।
২০২৬ ফিফা বিশ্বকাপের সহআয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তার আগে কোপার চ্যালেঞ্জ সামলাতে হবে দেশটিকে।
২০২৪ কোপা আমেরিকার গ্রুপ :
গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
গ্রুপ ‘বি’: মেক্সিকো, একুয়েদর, ভেনেজুয়েলা, কোস্টারিকা/হন্ডুরাস
গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, জ্যামাইকা