ঘরের মাঠে খেলতে নেমে সেই নাঈম প্রথম দিনের সকালটা বাংলাদেশের করে দিলেন। টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম দিনের প্রথম সেশনেই দুই ওপেনারকে হারিয়ে বসেছে।
২ উইকেটে ৭৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা। প্রথম দুই ঘন্টায় ২৪ ওভার খেলা হয়েছে। ২৮ রানে ২ উইকেট নাঈমের।
দিনের অষ্টম ওভারেই তাঁকে ডেকে পাঠিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। প্রথম ওভারেই সাফল্য। তাঁর পঞ্চম বলটা স্কিড করেছিল। ব্যাকফুটে কাট করতে গিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে (৯)। কিন্তু বলের লেংথ বুঝতে পারেননি, গতিটাও বিভ্রান্ত করেছে। জোরালো আবেদনে একটু দেরি করে সাড়া দিয়েছেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন করুনারত্নে। কিন্তু আম্পায়ারস কল বলে দিনের ৪৭তম বলেই দলের সেরা ব্যাটসম্যানকে হারিয়েছে শ্রীলঙ্কা।
আম্পায়ারের সিদ্ধান্তে দুই দলেরই যে কতটা আস্থার অভাব, সেটা প্রথম সেশনেই টের পাওয়া গেছে। দিমুথের ওই রিভিউয়ের আগে-পরে আরও তিনবার রিভিউ নিয়েছে দুই দল। বাংলাদেশ দুবার রিভিউ হারিয়েছে। শ্রীলঙ্কা হারিয়েছে একটি। পঞ্চম ওভারে ওশাদা ফার্নান্দোর বিপক্ষে রিভিউ চেয়েছিলেন শরীফুল ইসলাম। পরে দেখা গেছে লেগ স্টাম্পের বেশ বাইরে পড়েছিল বল।
দিনের ২৩তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে আরেকটি রিভিউ নষ্ট করেছেন শরীফুল। এবার অফ স্টাম্পের বাইরে বল আঘাত হানায় নষ্ট হয়েছে রিভিউ।
বাংলাদেশের ভাগ্য ভালো রিভিউ নষ্টের এই খেলায় শ্রীলঙ্কাও যোগ দিয়েছিল। আগের ওভারেই একটি রিভিউ নষ্ট করেছেন ফার্নান্দো।
নাঈম হাসানের বলে পরিষ্কার ক্যাচ দিয়েছেন উইকেটকিপারের কাছে। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দিলেও সন্তুষ্ট হননি লঙ্কান ওপেনার। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, ব্যাটের স্পর্শ নিয়েই বল লিটন দাসের গ্লাভসে গেছে।
৩৬ রান করে ফার্নান্দোর ফেরায় ৪৩ রানেই থেমেছে দ্বিতীয় উইকেট জুটি। উইকেটে এখন ২৭ রান নিয়ে অপরাজিত কুশল মেন্ডিস। ৯ বল খেলে এখনো রান পাননি ম্যাথুস।