আগামী ১৫ মে থেকে ঘরের মাটিতে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ। এর পরপরই জুনে টাইগাররা পাড়ি জমাবে সুদূর ক্যারিবিয়ান দ্বীপে।
তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন না তিনি। বিসিবির কাছে আগে থেকেই এই সফর থেকে ছুটির আবেদন করেছেন হেরাথ। ওই সময়টায় পরিবারের সঙ্গেই কাটাবেন এই লঙ্কান কিংবদন্তী স্পিনার।
বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন খালেদ মাহমুদ সুজন। তাঁর অনুপস্থিতিতে ওই সফরে স্পিন কোচের দায়িত্ব দেওয়া হতে পারে দেশি কোচ সোহেল ইসলামকে।
অবশ্য, বিসিবি এখনো এই সফরে হেরাথের পরিবর্তে কে স্পিন কোচের দায়িত্ব পালন করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। তবে দেশের শীর্ষস্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম এদিক থেকে এগিয়ে রয়েছেন। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামী ৬ জুন ঢাকা ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে।
অ্যান্টিগায় ১৬-২০ জুন পর্যন্ত চলবে প্রথম টেস্ট, এরপর সেন্ট লুসিয়াতে ২৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। টেস্ট সিরিজের পরই ২ ও ৩ জুলাই ডোমিনিকাতে এবং ৭ জুলাই গায়ানায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
এরপর, ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষে অনুষ্ঠিত হবে টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে। তিন ম্যাচের এই সিরিজটি গায়ানায় অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
উল্লেখ্য, গত বছর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হেরাথ। তারপর তাঁর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তিতে যায় বিসিবি।