বর্তমান সময়ের সেরা ব্যাটার কে, বিরাট নাকি বাবর? এই নিয়ে যেমন কথার লড়াই চলে, ঠিক তেমনই তাদের নিচের সাড়ির প্লেয়ারদের নিয়েও তর্ক হয়। এই যেমন বাংলাদেশ ওপেনার লিটন দাস ও ভারতের লুকেশ রাহুল! কে ভালো কে খারাপ এই নিয়ে প্রায়ই চলে কথার লড়াই। আসলে কে সেরা? পরিসংখ্যান কি বলে?
ক্রিকেট বিশ্বের দুই বুদ্ধা এক সাথে হলেই কথার লড়াইয়ে নামেন। কে সেরা, কে শ্রেষ্ঠত্বের দাবিদার, বিরাট নাকি বাবর। এই নিয়ে একেক জনের রয়েছে একেক রকম মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেন বাবর কেউ বলেন বিরাট। কিন্তু তবুও কেউ হার মানেনা। ঠিক তেমনই অন্য ক্রিকেটারদের বেলায়। সাকিব – বেন স্টোকস, কিংবা সাকিব – জ্যাক কালিস। একেক জনের মতামত একেক রকম। ঠিক তেমনই বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের সমর্থকদের মধ্যে লড়াই চলে দুজনকে নিয়ে। লিটন সেরা নাকি রাহুল এই প্রশ্নে। লিটন কুমার দাস বর্তমান সময়ে টাইগারদের মধ্যে দেশ সেরা ব্যাটার। তার প্রমান এরই মধ্যে তিনি দিয়েছেন বহুবার। শুধু তা-ই নয়, বিশ্বের বুকে সব বোলারের কাছেই তিনি এক আতঙ্কের নাম। অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে তার কাছে আছে বিশেষ প্রতিভা, যা দিচ্ছে দারুন ভবিষ্যতের বার্তা। ঠিক তেমনই ভারতীয় দলের ওপেনার লুকেশ রাহুলের ক্ষেত্রেও। তার কাছেও আছে দারুন সব প্রতিভা। যার জ্বলক তিনি দেখিয়ে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটে অবিরত। ভারত টিমের বর্তমানে তিনি এক ভরসার নাম। তাই এই দুজনকে নিয়ে চলে প্রায়ই বিতর্ক। রাহুল এই পর্যন্ত ওয়ানডেতে ৪৫ ম্যাচে রান করেছেন ১৬৬৫ রান যেখানে গড় রান ইনিংস প্রতি ৪৫। অন্যদিকে লিটন কুমার দাস এ পর্যন্ত ৫৭ টি ওয়ানডে ম্যাচে রান করেছেন ১৮৩৫। এছাড়াও, লিটন এই বছর ১০ ম্যাচে ৫০০ রান করেছে ৬২ গড়ে। অর্থাৎ, লিটন দুর্দান্ত ফর্মে রয়েছে, যদিও ওয়ানডেতে দুই জনের পার্থক্য নেই বেশি তারা দুজনই প্রায় সমান। টেস্টে রাহুল ৪৩ ম্যাচে রান করেছেন ২৫৪৭ রান, গড় রান ৩৫.৬৭। আর টাইগার ওপেনার ৩৩ ম্যাচেই রান করেছেন ২১১২ রান। আর গড় রান ইনিংস প্রতি ৩৫.৬৯। অর্থাৎ, এক্ষেত্রেও দুজন প্রায় সমানে সমান। যদিও, লিটন রাহুলের থেকে কম ম্যাচ খেলেছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের ওপেনার ম্যাচ খেলেছেন ৭২ টি, রান করেছেন ২২৬৫ রান অপর প্রান্তে লিটন ৬৫ ম্যাচে রান করেছেন ১১৮৮ রান। অর্থাৎ, এই দিক দিয়ে রাহুল এগিয়ে আছে টাইগার ওপেনার থেকে। তবে এই বছর লিটন এই পর্যন্ত ১৯ টি টোয়েন্টি খেলে রান করে ফেলেছেন ৫৪৪। আর রাহুল ১৫ ম্যাচেই রান করেছেন ৬১৬ রান। অর্থাৎ, পরিসংখ্যান বিবেচনায় টি টোয়েন্টি ফরম্যাট ভেদে দুজনই প্রায় সমান। কিন্তু টি টোয়েন্টিতে লিটনের চেয়ে রাহুল বেশ এগিয়ে। যদিও, ওয়ানডেতে চলমান বছর লিটন এগিয়ে। তার ফলস্বরূপ দেশের ১৫ তম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দায়িত্ব পাচ্ছেন এই ব্যাটসম্যান। তাই এবারের সিরিজে তার দায়িত্বটাও বিশাল। আর এই সিরিজের পার্ফমই বলে দিবে কে সেরা।