আগামী ৩০ আগস্ট থেকে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের শুরু হবে এশিয়া কাপ। সেই লক্ষ্যে ইতিমধ্যে দল নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিবি।এই প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা ‘ইয়োইয়ো’ টেস্ট।
বৃহস্পতিবার খেলোয়াড়েরা অংশ নিয়েছিলেন ‘ইয়োইয়ো’ টেস্টে।তিন ধাপে প্রায় ২০-২২ জন ক্রিকেটার এই টেস্টে অংশ নিয়েছিলেন।
এবারের ‘ইয়োইয়ো’টেস্টের বেঞ্চমার্ক ধরা হয়েছিল ১৮.৬।যেসব খেলোয়াড়েরা টেস্টে অংশ নিয়েছিলেন ,তারমধ্যে সবচেয়ে বেশি স্কোর করেছেন নাজমুল হোসেন শান্ত।তার প্রাপ্ত স্কোর হল ১৯.৫।তার পরের অবস্থানেই রয়েছে সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে দারুন পারফর্ম করা উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।তার স্কোর ১৯.৩।তবে বেঞ্চমার্কের ওপরে স্কোর তুলতে পারেননি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।তার স্কোর ১৭.৫।আর সবচেয়ে কম ১৬.৫ স্কোর তুলেছেন শামীম পাটোয়ারী।
ফিটনেস টেস্ট শেষে বিসিবির ট্রেইনার নিক লি জানান, ‘সবার পারফরম্যান্স প্রায় একই রকম। বেশিরভাগ ক্রিকেটারই ১৭-১৮ এর মধ্যে স্কোর তুলতে পেরেছে।তবে এখানে এমন কিছু ক্রিকেটার ছিল,যারা বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে কিংবা চোটে ছিলেন,তাদের স্কোর একটু কম।তবে সব মিলিয়ে কেউই খারাপ করেনি।ক্রিকেটারদের ফিটনেসের কেমন অবস্থা,তা দেখার জন্য এই ফিটনেস টেস্ট।এখানে উতরাতে না পারলে চিন্তার কিছু নেই’।
আগামী ৮ আগস্ট বিসিবির স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে পারেন নির্বাচকরা।
ক্রিকেট
কেমন হলো ক্রিকেটারদের ‘ইয়োইয়ো’ টেস্ট?
- August 3, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago