২০২৩-২৪ মৌসুমের ব্যালন ডি,আর জিততে চলেছেন কে, সেটা নিয়ে জল্পনা কল্পনা যেনো থামছে না।।
নানান জন দিচ্ছেন নানান মত।
তবে এবার ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি মার্সেলো জানানালেন এবারের ব্যালন, ডি,আর জিতবে কে।
সম্প্রতিক সময়ে ব্যালন ডি,আরের জন্য মননোয়ন পেয়েছেন ৩০ জন ফুটবলার।
সেই ৩০ জনের মধ্যে ৭ জনই আবার রিয়াল মাদ্রিদ ফুটবালর।।
রিয়াল মাদ্রিদের তালিকায় ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, কাইলিয়ান এমবাপ্পে, দানি কারভাজাল, ফেদেরিকো ভালভার্দে এবং আন্তোনিও রুডিগারের রয়েছেন
তাই রিয়াল কিংবদন্তির কাছে ৭ জনের মধ্যে থেকে একজন কে বেছে নেওয়া কঠিনই ছিলো।
তবে সে কঠিন কাজ তিনি, করেছেন ৭ জনের মধ্যে থেকে স্বদেশী ভিনিসিয়াস জুনিয়র কে, বেছে নিয়েছেন।
মার্সেলোর মত এবারের ব্যালন, ডি,আরের বিজয়ী হবেন ভিনিসিয়াস জুনিয়র।।
ডেইলি পোষ্ট প্রতিবেদনে উঠে এসেছে সেটি।
ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের কাছে, জানতে চাওয়া হয়; এবারের ব্যালন, ডি র জিতবেন কে।
সে প্রশ্নের জবাবে মার্সেলো জানান, রিয়াল মাদ্রিদের ৭ জন ফুটবলার আছেন তালিকায়, সেই ৭ জনই ক্লাবের জার্সিতে ছিলেন দুর্দান্ত।
কিন্তুু ভিনি ছিলো সবার চেয়ে আলাদা। চ্যাম্পিয়নস লীগে বড় সব ম্যাচে পারফর্ম করেছেন। তাই আমার বিশ্বাস ২৮ অক্টোবরের, ভিনিসিয়াস জুনিয়র এর হাতে উঠবে এবারের ব্যালন ডি, আর।।
মার্সেলোর মতন অনেকে এবারের ব্যালন, ডি, আর জয়ের জন্য এগিয়ে রাখছেন ভিনিসিয়াস জুনিয়র কে।
মাঠের পারফর্মে রিয়াল মাদ্রিদের উজ্জল ছিলেন ভিনি।
চ্যাম্পিনয়স লীগ থেকে লা-লীগা সবযায়গায় সমান তালে প্যারফরমেন্স করেছেন মাদ্রিদের নয়া নাম্বার সেভেন।।
ক্লাবে চ্যাম্পিয়নস লীগ জিতেছেন, ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা তে করেছেন দুটি গোল।।
যদিও ব্রাজিল কে কোপা শিরোপা জেতাতে ব্যার্থ, তবুও মাঠের প্যারফরমেন্স উজ্জল থাকায় এবারের ব্যালন, ডি,আর জয়ে তাকে ফেবারিট মানছেন অনেকেই।।
আর সেই তালিকায় যোগ হলো, ব্রাজিল কিংবদন্তি মার্সেলো।
ভিনিসিয়াসের হাতে ব্যালন, আর উঠলে অনেক দিন পর কোন ব্রাজিলিয়ান জিতবেন ব্যালন, ডি,আর।।
সর্বশেষ রেকার্ড কাকা জিতেছিলেন এই পরুষ্কার।।