October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বিপিএল

কুমিল্লা বনাম ঢাকা! কাল বিপিএলের প্রথম ম্যাচে জয় হবে কার?

কাল দুপুরে স্বাগতিক দুর্দান্ত ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের দশম আসরের। দেশী বিদেশি একঝাক তারকাদের নিয়ে দল সাজিয়েছে বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।দলটিতে দেশী তারকাদের মধ্যে লিটন কুমার দাস,মুস্তাফিজুর রহমান তাওহীদ হৃদয়দের মতো খেলোয়াড়রা রয়েছেন।অন্যদিকে বিদেশীদের অভাব নেই দলটিতে।মইন আলী,বাটলার, নারাইন,রাসেলসহ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এই ফরম্যাটের সেরা খেলোয়াড়গুলোকেই দলে ভিড়িয়েছে তারা।তবে প্রশ্ন আসতে পারে শুরুতে দলের সাথে যোগ দিতে পারছেন কে কে! অবশ্য ১৭ তারিখ পর্যন্ত শুধু ওয়াল্টার ফ্রড আর রোস্টন চেজের কথাই জানা গিয়েছে। এদিকে দলটি কাল মাঠে নামবে নতুন অধিনায়ক লিটন কুমার দাসকে।

 

ভবিষ্যতের কথা ভেবেই ইমরুল কায়েসের পরিবর্তে লিটনকে ক্যাপ্টেন দিয়েছে তারা। অন্যদিকে একঝাক দেশী বোলারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে দুর্দান্ত ঢাকা।খাতা কলমে পিছিয়ে থাকলেও দলটিতে আছে দেশী বিদেশী পারফর্মাররা।বিশেষ করে দেশের সেরা দুই পেসার শরিফুল ইসলাম আর তাসকিন আহমেদ একসাথে খেলছেন ঢাকার হয়ে।বাজিমাত করতে প্রস্তুত ঘরোয়া লীগে নিয়মিত পারফরম্যান্স করা ইরফান শুক্কুর আর মোসাদ্দেক হোসেন সৈকতও। তাছাড়া আরাফাত সানির মতো অভিজ্ঞরাও আছে দলে। ১৭ তারিখ পর্যন্ত দুজন লঙ্কান বাদে আর কোনো বিদেশির উপস্থিতি জানা যায়নি।আজ ১৮ তারিখ অনেকেই যুক্ত হচ্ছেন দলের সাথে। এদিকে প্রথম দিনের সময়সূচিতে দুই ম্যাচের জন্যই এসেছে পরিবর্তন।

আগের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল।তবে কাল প্রথম ম্যাচ অনুষ্টিত হবে ২:৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। যদিও এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। উদ্বোধনী দিনের খেলা ছাড়া এমনিতেও শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। শুক্রবার ছাড়া অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিটে ও দ্বিতীয় ম্যাচ শুরুর সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। ম্যাচ দুটিকে সামনে রেখে ১৬ তারিখ থেকেই শুরু হয়েছে টিকেট বিক্রি।টিকেট ক্রয় করা যাচ্ছে অনলাইনেও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *