এফসি চ্যাম্পিয়ন্স লীগের প্রাথমিক প্লে-অফ খেলতে এই মুহূর্তে শারজায় অবস্থান করছে বসুন্ধরা কিংস।আগামী মঙ্গলবার(১৫ই আগস্ট) শারজা এফসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
সেই ম্যাচকে সামনে রেখে শারজায় কঠোর অনুশীলনে ব্যস্ত কিংস ফুটবলাররা।তবে প্রচন্ড গরমের কারণে ব্যাঘাত ঘটছে ফুটবলারদের অনুশীলনে।এমনকি ম্যাচের আগে কিংসদের বড় চিন্তার নাম এই ‘গরম’।
সংযুক্ত আরব আমিরাতে এখন দিনের বেলায় তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রির ওপরে।সন্ধ্যার পরে যা কমে আসে প্রায় ৩৫ ডিগ্রিতে।এই গরমে অনুশীলন করা বা ম্যাচ খেলা ফুটবলারদের জন্য খুবই কষ্টকর।তাই ম্যাচের প্রতিপক্ষের আগে কিংসদের বড় প্রতিপক্ষ এখন শারজার ‘গরম’।
শারজা থেকে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজেন বলেন, ‘ এখানে অনেক গরম।গরমই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তাই আমরা ম্যাচের সময়সূচির সঙ্গে মিল রেখে আগামী দুই দিনের অনুশীলন সাজিয়েছি।দেখা যাক আমরা কতটুকু মানিয়ে নিতে পারি।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম কোনো ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস।১৫ই আগস্ট শারজাহ এফসির ঘরের মাঠে তাদের বিপক্ষে মাঠে নামবে কিংসরা।